Rajkumar Bengali Full Movie Watch Online
রাজকুমার ২০২৪ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ, যা ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে মূখ্য ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান ও কোর্টনি কফি।
Release date: April 11, 2024 (Bangladesh)
Director: Himel Ashraf
Music by: Emon Chowdhury; Akassh; Prince Mahmud; Sajid Sarkar; Joel Van Dijk
Bengali: রাজকুমার
Budget: est.৳8 crore (US$750,000)
Language: Bengali
কাহিনি : 1971 সালের যুদ্ধে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন একটি ছেলের যাত্রা। একটি পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রে তার মায়ের সাথে পুনরায় মিলিত হওয়ার সন্ধানে যাত্রা শুরু করে, তার অনুসন্ধানের গভীর প্রভাব একটি অমোচনীয় চিহ্ন রেখে যায় এবং তার জীবনকে চিরতরে ভেঙে দেয়।
অভিনয়ে: শাকিব খান - শামসুল হক ওরফে স্যাম / রাজকুমার কোর্টনি কফি - জুলি তারিক আনাম খান - আব্দুল গণি, স্যামের বাবা[৩] আরশ খান - যুবক আব্দুল গনি (অতিথি শিল্পী) মাহিয়া মাহি - খাদিজা বেগম, স্যামের মা (অতিথি শিল্পী) দিলারা জামান - রহিমা বেগম, স্যামের দাদী এজাজুল ইসলাম - সিগন্যাল ভাই আনোয়ার হোসেন এরফান মৃধা শিবলু ডিজে সোহেল - খালেদ জাদু আজাদ আহমেদ শরীফ - খবির উদ্দীন, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা।
সংগীত: ‘রাজকুমার’, ‘বরবাদ’ ও ‘আমি একাই রাজকুমার’ তিনটি গান প্রকাশিত হয়েছে। ছবিতে বালাম ও কোনাল ‘রাজকুমার’, আলিফ ‘বরবাদ’ ও শামীম গেয়েছেন ‘আমি একাই রাজকুমার'।[৪] এছাড়াও জাহিদ আকবরের গীতি কথায় 'নিশানা' নামের গানে কন্ঠ দিয়েছেন রেহান রাসুল ও অবন্তী সিঁথি। আরো রয়েছে প্রিন্স মাহমুদের সুরে 'মা' গান, কণ্ঠ দিয়েছেন "প্রিয়তমা" চলচ্চিত্রের গান 'ঈশ্বর' খ্যাত শিল্পী রিয়াদ।
মুক্তি: ছবিটি ২০২৪ সালের ঈদুল ফিতর উপলক্ষে ১১ এপ্রিল দেশব্যাপী ১২৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ।[৫][৬][৭] ২০২২ সালের ২৯ মার্চ চলচ্চিত্রটির প্রথম দর্শন (ফার্স্ট লুক) প্রকাশ পায়।[৮] ২০২৪ সালের ৪ এপ্রিল চলচ্চিত্রটি ১৪৫ মিনিটের আনকাট সেন্সর পায়।[৯][১০]
মূল্যায়ন: দৈনিক দেশ রূপান্তরে সৈয়দ নাজমুস সাকিব রাজকুমার চলচ্চিত্রের গল্প চমৎকার বলে উল্লেখ করেছেন। চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফির পাশাপাশি তিনি শাকিব খানের অভিনয়েরও প্রশংসা করেন। তিনি লিখেন, "কমিক টাইমিং, ছোট্ট পজ নেওয়া, ইমোশনাল সিনে দারুণ কন্ট্রোলড পারফরম্যান্স সব মিলিয়ে শাকিব খান এখানে শাকিব খান ছিলেন না, প্রকৃতপক্ষেই স্যাম হয়ে উঠেছিলেন।" তাছাড়া তিনি একশন কোরিওগ্রাফি এবং মেকআপের সমালোচনা করেছে পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের অতিব্যবহারও উল্লেখ করেছেন তিনি।[১১] বাংলা ট্রিবিউনে রম্যলেখক, সাংবাদিক ও কবি আহসান কবির চলচ্চিত্রটিকে ১০-এর মধ্যে ৫ দিয়েছেন। তিনি ছবিটিকে প্রশ্নবিদ্ধ এক বিয়োগান্তক ছবি বলে উল্লেখ করেছেন। তিনি শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও ছবিটিতে বাণিজ্যিক উপাদানে সমৃদ্ধ হলেও গল্পের গাঁথুনি আধুনিক নয় বলে উল্লেখ করেছেন তিনি।[১২] সমকালে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সমদ্দার রাজকুমারকে জীবনের চেয়ে বড় হিসাবে উল্লেখ করেছেন। তিনি সিনেমাটোগ্রাফি, সংলাপ ও সাপোর্টং ক্যারেকটারের প্রশংসা করেছেন।
এছাড়াও তিনি বিশেষভাবে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছেন। তর্কসাপেক্ষে এখন পর্যন্ত তাঁর সেরা অভিনয় হিসেবে উল্লেখ করেছেন। ছবিতে শেষ দৃশ্যে শাকিব খানের অভিনয়কে কাব্যিক অভিনয় হিসাবে উল্লেখ করেছেন।[১৩] দৈনিক কালের কণ্ঠে এক চিত্রসমালোচনায় হৃদয় আহমেদ রাজকুমার ছবিকে একটি সুন্দর-সামাজিক এবং সাবলীল ছবি বলে প্রশংসা করেছেন। তিনি গল্প, চিত্রনাট্য, সংলাপ, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ রাজকুমারের মেকিং বেশ ভালো বলে উল্লেখ করেছেন। তবে তিনি সাউন্ডট্র্যাক, সম্পাদনা ও অ্যাকশন দৃশ্যের সমালোচনা করেছেন।[১৪] বাংলা মুভি ডেটাবেজের ফাহিম মুন্তাসির ছবিটিকে ১০-এর মধ্যে ৭ প্রদান করেন। তিনি ছবিটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার প্রশংসা করেন, বিশেষকরে ক্লাইমেক্স সিনের। তবে তিনি মেকআপ, সাউন্ডট্র্যাক ও অ্যাকশন সিকুয়েন্সের সমালোচনা করেছেন।[১৫] বাংলা মুভি ডেটাবেজে আরেকটি রিভিউতে মারুফ ইমন ছবিটিকে ৪/৫ প্রদান করেন। তিনি অভিনেতাদের পারফরম্যান্স, সিনেমাটোগ্রাফি ও ক্লাইমেক্স সিনের প্রশংসা করেছেন। তবে তিনি মাত্রাতিরিক্ত বিজিএম ও স্লো স্ক্রিনপ্লের সমালোচনা করেছেন।[১৬]
0 comments: